চরম বেহাল অবস্থায় দক্ষিণ করিমগঞ্জের ইছাগঞ্জ ফেরিঘাট লংগাই নদীর ব্রিজ!

Spread the love

শীঘ্রই ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী  

রূপা দাসচৌধুরী, বারইগ্রাম, ৩১ মার্চ : চরম বিপদ জনক অবস্থায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির আন্তর্জাতিক সীমান্তবর্তী ইছাগঞ্জ ফেরিঘাট লংগাই নদীর ব্রিজ।

বারইগ্রাম এলাকার পশ্চিমাঞ্চলের হাজার হাজার যানবাহন চলাচল করা সহ কয়েক লক্ষ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম।

ইচাগঞ্জ ফেরিঘাট লংগাই নদীর অতি গুরুত্বপূর্ণ এই ব্রিজটি চরম বেহাল দশায় পরিণত!

আন্তর্জাতিক সীমানায় অবস্থিত লংগাই ব্রিজে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরণের কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা!

উপর থেকে দেখতে ব্রিজটি মজবুত মনে হলেও ব্রিজের পিলারে রয়েছে আসল ঘুঘুর বাসা!

লংগাই নদীর জলে ধ্বসে ধ্বসে পড়ে যাচ্ছে ব্রীজের পিলার !

ব্রিজের কলামের পাথর গুলো হাত দিয়ে ঘষলেই ছুটে যাচ্ছে। রয়েছে কলামের ভিতরে বড় বড় ছিদ্র।

জলের ধাক্কায় পাথরগুলো ধুয়ে যাচ্ছে দেখে ভয়ে কলামের ভিতরে গোপনে বস্তায় মাটি ঢুকিয়ে ব্রিজের ভাঙ্গা খুটি আটকে রাখার মতো ব্যর্থ ও অতি ভয়ানক প্রয়াস চালাচ্ছে কে বা কারা!

মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে খবর সংগ্রহ করতে যাওয়ার সময় লংগাই ব্রিজের এই চরম ভয়ানক দুর্দশা নজরে পড়ে গণ আওয়াজের এই প্রতিবেদকের।

সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি যাচাই করতে ব্রিজের নিচে গেলে স্থানীয় বাসীন্দারা একে একে জমা হয়ে ব্রিজের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সংবাদ মাধ্যমের সামনে ব্রিজের নিম্নমাণের কাজের কুন্ডলি খুলতে শুরু করেন।

স্থানীয় জনগণ ব্রিজের খুটির কলামের এমন অবস্থা দেখে তারাও হতভম্ভ হয়ে যান।

স্থানীয় জনগণের আন্দোলনের ফলে হাজার হাজার মানুষের মাথার ঘাম পায়ে ফেলে প্রতিবাদ করে আনা হয়েছিলো এই ব্রিজ !

কিন্তু দুর্নীতিবাজ কনট্রার, ইন্জিনিয়ার, বিভাগীয় কতৃপক্ষ, জনপ্রতিনীধি এবং ব্রিজ নির্মাণের দায়ীত্বে থাকা সরকারী অফিসারদের গাফিলতি এবং উদাসীনতার কুফলে আজ আন্তর্জাতিক সীমার এই অতি গুরুত্বপূর্ণ ব্রিজটি ধ্বংসের পথে!!

যে কোনো মুহুর্তে ব্রিজ ভেঙে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়তে পারেন যাত্রীরা।

স্থানীয় জনগণ এই ব্রিজের বিহিত ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনীধি সহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা। তাছাড়া দুর্নীতিবাজ কনট্রাক্টর ইন্জিনিয়ার এবং সরকারী বিভাগীয় কর্মকর্তাদের উপর কড়া আইনী ব্যবস্থা নেওয়া জোর আর্জি জানান স্থানীয়রা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token