আগরতলা, ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরার পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্যের ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
এক বিবৃতিতে প্রকৌশলী সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বার্মার হস্তক্ষেপও চেয়েছে।
উল্লেখ্য যে গত বুধবার ত্রিপুরার ধর্মনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ডেপুটি স্পিকার বিতর্কিত মন্তব্য করে বলেন পিডব্লিউডি এবং বিদ্যুৎ বিভাগে কর্মরত ইঞ্জিনিয়ারদের একটি অংশ সক্রিয়ভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
আরডি এবং বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করেই তিনি এই মন্তব্য করেছিলেন এবং তিনি আরও বলেছিন, পূর্ত ও বিদ্যুত বিভাগ সংক্রান্ত নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে যা প্রকাশ্যে আনা যাবেনা।
কারন সামনে নির্বাচন, ২০২৩ সালে বিজেপি বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এই ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না বলেও তিনি হুসিয়ারি দিয়েছিলেন। এতেই ক্ষেপে ওঠে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে ত্রিপুরায় পাওয়ার ইঞ্জিনিয়ারদের সংগঠন ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের এই বক্ত্যের কঠোর সমালোচনা করে বলেছে রাজ্যের ডেপুটি স্পিকারের এই মন্তব্য সরকারের বিরোধী।
সংগঠনের দাবী, কয়েকদিন আগে প্রকৌশলী দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা সরকারী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার কথা স্বীকার করেছিলেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, প্রধানমন্ত্রীর স্বপ্নের আলো ঘর প্রকল্প, বিদ্যুৎ বা অন্য কোনও প্রকল্প, প্রকৌশলীরা সাফল্যের সাফল্যের সঙ্গে কাজ করছেন। সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, শুধু বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রকৌশলীরাই নন, বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের এই মন্তব্যে ক্ষুব্ধ।