হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদার, ২০ সেপ্টেম্বর : বরাকের স্থানীয় সুপারী ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর চার দলীয় বিরোধী ঐক্য মঞ্চ ডিসি অফিস চলো অভিযানের ডাক দিয়েছে।
এই মঞ্চে রয়েছে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম এবং রাইজর। ২৩ সেপ্টেম্বর ডিসি অফিস চলো অভিযান সফল করতে ইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর সাংবাদিক সম্মেলন করে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতার আহ্বান জানান।
তিনি ২৩ সেপ্টেম্বরের ডিসি অফিস অভিযানে হাইলাকান্দি জেলার জেলার প্রত্যেক সুপারী চাষী এবং ব্যাবসায়িরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করে বলেন, সরকারের এই প্রতিবন্ধকতার জন্য তাদেরকে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।
মার খাচ্ছে স্থানীয় অর্থনীতি। কারন হিসাবে তিনি বলেন, গ্ৰাম বরাকের অর্থনীতির প্রধান উৎস হচ্ছে স্থানীয় সুপারী। সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর চারদলীয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে সরকারকে এই সুপারী নিয়ে রাজনীতি না করতে আহ্বান জানান।