ধলাই, ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর ড.হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে ডিমা হাসাও-কাছাড় রোডের সৌরাষ্ট্র মহাসড়ক পরিদর্শন করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
এদিন তিনি বিভাগীয় কতৃপক্ষের কাছ থেকে কাজের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং গুনগত মান উন্নত মানের হওয়ার নির্দেশ দেন। মন্ত্রী পরিমল বিভাগীয় আধিকারিকদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পুর্ন করার জন্যও নির্দেশ দেন।
তিনি বলেন, ইস্ট-ওয়েস্ট করিডর সৌরাষ্ট্র মহাসড়ক ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ীর স্বপ্নের সড়ক এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা সচেতনতার সাথে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য যেঁ, এদিন তিনি আসাম সরকারের সমগ্র রাজ্য ভিত্তিক অনুষ্ঠিত হওয়া ইন্দিরা মিরি সার্বজনীন পেন্সন প্রকল্পের আর্থিক সাহায্য অনুমোদন পত্রের অনুষ্ঠান হোজাই জেলায় সমাপ্ত করে মহাসড়কের কাজ পরিদর্শন করেন।