সুপ্রিয় পাল, দুল্লভছড়া, করিমগঞ্জ, ২১ সেপ্টেম্বর : ত্রিপুরায় হাজিরা কাজে গিয়ে চারদিন থেকে নিখোঁজ রাতাবাড়ি বিধান সভার পাতিয়ালা জি পির ৯ নং ওয়ার্ড সুনাইর পারের বাসিন্দা নজাফত আলীর এক মাত্র পূত্র মুজাক্কির হোসেন (জাকির)।
পরিবারের এক মাত্র উপার্জ কারী জাকির পাতিয়ালার পাশ্ববর্তী কোনাগ্রামের ইসলাম উদ্দিনের পুত্র জয়রুল হক সহ অন্য পাঁচ জনের সঙ্গে এিপুরা রাজ্যের রতন নগর হাইস্কুলের নির্মাণে রাজ মিস্ত্রির কাজের উদ্দেশ্য বাড়ি গত ৭ সেপ্টেম্বর থেকে বের হয়।
কিন্ত ১৭ সেপ্টেম্বর সঙ্গীরা মুজাক্বীরকে পাওয়া যাচ্ছেনা বলে জানান।এতে পরিবারের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের রাইসিয়া বাড়ি পুলিশ ষ্টেশনে নিখোঁজ একটি এজাহার দায়ের করেন।
জাকিরের পরিবারে রয়েছে চার বোন, পিতা মাতা সহ স্ত্রী ও এক বছরের একটি কন্যা সন্তান।পারিবারিক সদস্যদের ভাষ্য অনুযায়ী কর্মস্থানে স্থানীয় কিছু দুস্কৃতীকারী রাত অনুমানিক দশটায় মধ্যপ অবস্থায় এসে মারধর করাতে রাজ মিস্ত্রিরা ঘর ছেড়ে পালিয়ে যায়।
কিন্তু অন্যান্যরা ফিরে আসলে ও মুজাক্কীর ফিরে আসেনি।এই ঘটনায় টি এস আর তিন জনকে আঠক করে জিজ্ঞাসাবাদ চালায়।
কিন্ত অজ্ঞাত কারনেই আটক কারীদের মুক্ত করে দেওয়া হয়।
আজ ২১ সেপ্টেম্বর পরিবারের সদস্য সহ অন্যান্যরা মুজাক্বীরকে উদ্বার করার বিষয়ে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করবেন বলে জানান।
একই সঙ্গে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার প্রতি ছেলেকে উদ্বারের জন্য কাতর আবেদন রাখেন। অন্যতায় পথ অবরোধর করা হবে বলেও জানান রাতাবারির এলাকার বৃহৎ সংখ্যক জন্সাধারন। এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ মুজাক্কীরের উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।