ভাগাবাজার সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩ সদস্য

Spread the love

ধলাই, ভাগা, ২০ সেপ্টেম্বর : ভাগাবাজার সমবায় সমিতির ২০২২-২৩ সালের বার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণ ভাবে সমিতির নতুন কার্যালয়ে শেষ হলো।

দক্ষিণ ধলাইয়ের কয়েক শত সদস্যের উপস্থিতিতে আয়োজিত সভায় সুপার ভাইজিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন আর এ লস্কর ও সহকারী অফিসার বি ধর।

সমিতির চেয়ারম্যান আব্দুল নুর চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে সমিতির ২০২১-২২ সালের প্রস্তাব পাঠ করেন সহকারী রিটার্নিং অফিসার বি ধর।

২০২১-২২ সালের সমিতির বার্ষিক আয় ১২,৩৪,৪৮২ টাকার কথা সভায় তুলে ধরেন, এছাড়া সমিতির মোট পাওনা টাকার পরিমাণ ৫৭,৯৫,৩৫৫ বলে জানানো হয় তিনি।

২০২২-২৩ সালের সম্ভাব্য বাজেটের অনুমোদন, সমিতির ঋণের উর্ধ্ব সীমা ৬০ লাখ ও সদস্যদের ঋণের উর্ধ্ব সীমা ৬০ হাজার নির্ধারণ করা হয়।

সমিতির ২০২২-২৩ সালের আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা সহ মৃত সভ্যগনের জায়গায় তাদের উত্তারাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

সমিতির ২০২২-২৩ সাল থেকে ২০২৬-২৭ সাল পর্যন্ত পাঁচ বছর কার্যকালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ জন সদস্যকে জয়ী বলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন এবং নির্বাচিতদের হাতে সার্টিফিকেট তুলে দেন রিটার্নিং অফিসার আর এ লস্কর।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন, সবল শ্রেণী থেকে যথাক্রমে আব্দুল নুর চৌধুরী, আব্দুল মনাফ তালুকদার, আহমেদুর রহমান মজুমদার, হিলাল উদ্দিন লস্কর।

দুর্বল শ্রেণী থেকে যথাক্রমে নজিব উদ্দিন তালুকদার, আব্দুছ ছালাম লস্কর, ইমদাদুর রহমান বড়ভুইয়া, রিয়াজ উদ্দিন বড়ভুইয়া, আনন্দ মোহন দাস, রঞ্জিত কুমার রায়, নজরুল ইসলাম বড়ভুইয়া।

মহিলা সদস্যের মধ্যে মজিনা বেগম লস্কর, তপশিলি জাতি বা জনজাতি থেকে অলক দাস।

রিটার্নিং অফিসার জানান মোট ১৫ সদস্যের বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে মাত্র ১৩ টি মনোনয়নপত্র জমা হয়েছে এবং ১৩ জনের মনোনয়নপত্র বৈধ তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে দুর্বল শ্রেণীতে একটি এবং মহিলা সদস্যা একটি অর্থাৎ দুটি পদ খালি রয়েছে। সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টর প্রয়োজন হলে দুইটি সদস্য পদ পুরন করতে পারেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token