হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদারের রিপোর্ট, ২৩ সেপ্টেম্বর : স্থানীয় সুপারীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হাইলাকান্দিতে চার দলীয় বিরোধী ঐক্য মঞ্চের প্রতিবাদে বাধা হয়ে দাড়ালো হাইলাকান্দি পুলিশ।
গ্ৰাম বরাকের কৃষকদের অর্থনীতির মুল মেরুদণ্ড স্থানীয় সুপারী ও ধান, কিন্তু বিগত এক বছর ধরে বরাক উপত্যকায় বার্মিজ সুপারীর নামে স্থানীয় সুপারী বিক্রির ক্ষেত্রে পুলিশ প্রশাসনের বাধা সৃষ্টি হয়েছে।
এতে দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলায় স্থানীয় সুপারী কেনাবেচা অচল হয়ে পড়ায় চূড়ান্ত বেকায়দায় পড়েছেন এখানকার সুপারী চাষী সহ সুপারী ব্যবসায়ীরা।
জেলার বিভিন্ন বাজারে পাইকারি ব্যবসায়ীরা সুপারী ক্রয় করা বন্ধ করে দেওয়ায় এখানকার সুপারী চাষী সহ খোচরা ব্যবসায়ীরা উৎপাদিত স্থানীয় সুপারী বিক্রি করতে না পারায় চরম বিপাকে পড়েছেন।
এরই প্রতিবাদে বরাকের স্থানীয় সুপারীর ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শুক্রবার হাইলাকান্দিতে চার দলীয় ঐক্য মঞ্চের ডাকে প্রতিবিদী কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে শহর হাইলাকান্দি।
কংগ্রেস, সিপিআই, সিপিআইএম ও রাইজর দলের কর্মকর্তা সহ হাইলাকান্দি জেলার সুপারী চাষীরা তীব্র প্রতিবাদ জানান।
তারা মিছিল করে হাইলাকান্দির জেলাশাসক কার্যালয়ে এসে স্মারকপত্র প্রদানের উদ্দেশ্যে রওয়ানা দিলেও বিশাল পুলিশ বাহিনী বাধা প্রদান করে। তবে তারা শ্লোগান তুলে মুখরিত করে তুলেন।
এদিন কোন অবস্থাতেই বিশাল পুলিশ বাহিনী মিছিল করতে দেয়নি। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথপোকথন করার পর মিছিলের সুযোগ মিলেনি।
তাই হাইলাকান্দির সার্কল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি সম্বলিত স্মারকপত্র সমজিয়ে নিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।
আন্দোলন শেষে রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে, আগামী ২৭ ও ২৯ তারিখের মধ্যে এবিষয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে জেলার পঞ্চাশ হাজার কৃষকদেরকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আন্দোলনের হুংকার দেন তিনি।
এদিনের প্রতিবাদস্থল শহরের কাটলিছড়া বাসটেন্ড এলাকায় উপস্থিত ছিলেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর সহ সিপিআই ও সিপিএম এর কর্মকর্তারা। তারা স্থানীয় সুপারী ক্রয় বিক্রয় সমস্যা সমাদানে বিভাগীয় হস্তক্ষেপ দাবি করেন।