হাইলাকান্দি, ৮ অক্টোবর : বিশ্বনবীর জন্মদিনে ৯ অক্টোবর হাইলাকান্দিতে জুলুসে মোহাম্মদী শান্তি মহামিছিল বাতিল করা হলেও জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নির্ধারিত কার্যসূচি অনুযায়ী পরবর্তী অনুষ্ঠান চলবে।
প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি বাতিল করার পর জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও জেলা কমিটির অধীনে থাকা প্রায় চল্লিশটির অধিক আঞ্চলিক কমিটির উদ্দোগে হাইলাকান্দি শহরের সিরাজপট্টী মসজিদে সকাল নয় ঘটিকা থেকে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত নির্ধারিত কার্যসূচি অনুযায়ী ধারাবাহিক অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠান সূচিতে রয়েছে পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রছুলের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ। বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা ও মক্তবের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।
তাছাড়া বিশিষ্ট জ্ঞানী,গুণী,বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের বক্তব্য এবং পুরস্কার বিতরণ। এরপর রাত দশ ঘটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল, মিলাদ শরীফ, বিশ্বশান্তি কামনায় মোনাজাত ও শিরনী বিতরণ।
শনিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তারা এই অনুষ্ঠানে জেলাবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানান জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহসভাপতি ক্বারী নূর আহমেদ লস্কর, সহসম্পাদক সাহারুল আলম বড়ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক হাজী গুলজার হোসেন লস্কর প্রমুখ।