শুভ দাস, করিমগঞ্জ, ২৫ সেপ্টেম্বর : এবার শর্মিষ্ঠা দেবের পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘কাদম্বরী আজও’। বলাইবাহুল্য, ঠাকুরবাড়ির এই নারীর গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে।
কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই ছবির হাত ধরেই বেশ কিছু সময় পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টপাধ্যায়।
‘কাদম্বরী আজও’তে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী। জানাগেছে চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর করে তৈরি করা হয়েছে।
তবে এই চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পরিচালক। তাঁর কথায়, ছবিতে এই চরিত্র একটা বড় চমক।
আদ্যা মা প্রডাকশনের নতুন ছবি এই “কাদম্বরী আজও “,ছবির পরিচালনায় শর্মিষ্ঠা দেব, মুখ্য চরিত্রে রয়েছেন সাবিত্রী চ্যাটার্জি, অঙ্কিতা চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায়, রাজদীপ সরকার, অর্কপ্রভ ভট্টাচার্য এবং শিলচরের মানসী নন্দী প্রমুখ।
ছবির আবহ সঙ্গীতে রয়েছেন চিরন্তন ব্যনার্জী, রূপঙ্কর বাগচী, সায়নী পালিক।
সঙ্গীত পরিচালনায় অদ্রিতা ঝিনুক, উল্লেখ্য যে প্রতেক ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভ্যাল এ ছবিটি বিজয়ীর পুরষ্কার লাভ করেছে, এবং আগামীতে আরও কয়েকটি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এ অংশগ্রহন করতে চলেছে।