ধলাই, আসাম, ২৫ সেপ্টেম্বর : কাছাড়ের নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ও কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হয় ধলাইয়ে।
রবিবার ধলাইয়ের জীবনগ্রাম এম ই স্কুল প্রাঙ্গনে জীতেন মালের সভাপতিত্বে অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য, মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়ালের জীবনী নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জয় কৈরি, সক্ষম এনজিও-র কাছাড় জেলা সম্পাদক রাহুল শীল, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস।
এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক রেলি বের করে আয়োজক সমিতি এবং এদিন জাতীয় সঙ্গীতের পর অনুষ্ঠানের সমাপনী হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের সদস্য জ্যোতির্ময় রায়, সদস্যা মনিলালা রায় ও সবিতা হাজাম।
জামালপুর গাঁও পঞ্চায়েতের সদস্যা রূপালী দাস, কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির কোর্ডিনেটর সঞ্জীব কুমার মাল, সভানেত্রী বিনতা মাল, অনন্ত মাল, সিপাইপুঞ্জি মহামায়া ক্লাবের সভাপতি ধনিরাম রায়, মনিমালা মাল, সুপ্রভা মাল, অনি কুমার মাল, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের জাতীয় যুব স্বেচ্ছাসেবক সঞ্জিত নুনিয়া প্রমুখ।