হাইলাকান্দি, ২৫ সেপ্টেম্বর : আজ শুভ মহালয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের হাইলাকান্দি জেলার মোহনপুর খণ্ডের স্বয়ংসেবক ও কার্যকর্তাদের ব্যবস্থাপনায় এক বিশাল শুভাযাত্রা বের হয়।
বার্ণীব্রস চা বাগান নাচঘর থেকে বের হওয়া এই শুভাযাত্রা মোহনপুর পঞম খণ্ডের মহাদেব বাড়ি পর্যন্ত মহালয়া পথ সঞ্চলন করা হয়।
আজকের এই পথ সঞ্চলনে মোহনপুর খণ্ডের বিভিন্ন গ্রামের পূর্ণ গণবেশে প্রায় পাঁচ শতাধিক স্বয়ংসেবক মিলে বার্নীব্রস বাগান নাচ ঘর হইতে সঞ্চলন আরম্ব করে ৩ কি.মি রাস্তা সঞ্চলন করে মোহনপুর পঞ্চম খণ্ডের মহাদেব বাড়িতে এসে পৌছায়।
প্রতিকুল আবহাওয়ার মধ্যেও সঞ্চলন বন্ধ না করে পূর্বের নেওয়া সিদ্ধান্ত অনুসারে সঠিক সময়েই প্রার্থনা করে সঞ্চলন আরম্ভ করা হয়।
সঞ্চলন চলাকালীন রাস্তার দুইপাসে দাড়িয়ে থাকা স্থানিয় মহিলাদের সঙ্খ ধ্বনি, উলুধ্বনির ও পুষ্প বৃষ্টির মধ্যমে সঞ্চলন স্বাগত জানান।
অংশগ্রহণ করেন মোহপুর খণ্ডের বিবেকানন্দ প্রভাত শাখা, ভগবৎ সিং প্রভাত শাখা, রামকৃষ্ণ প্রভাত শাখা, রাধা গবিন্দ প্রভাত শাখা, গনেশ টিলা প্রভাত শাখা এবং মোহনপুর কালিবাড়ি সাপ্তাহিক মিলনের স্বয়ংসেবক গণ।
সঞ্চলন মোহনপুর পঞ্চম খণ্ডের মহাদেব বাড়িতে পর সবাইকে একত্রে আনন্দ উল্লাসে একসাথে চানাবাজা বিস্কুট ইত্যাদি অল্পাহার করে নিজ নিজ ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন।