মহালয়ার দিনে বাংলাদেশে স্বজন হারানোর আর্তনাদ, নৌকা ডুবে ২৪ সলিলসমাধি

Spread the love

গণ আওয়াজ অনলাইন ডেক্স, ২৫ সেপ্টেম্বর : আজ মহালয়ার দিনে বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশের প্রথম আলোর এক প্রতিবেদনে জানাগেছে, এই ঘটনায় সনবাদ লেখা পর্যন্ত নারীপুরুষ ও শিশু সহ ২৪ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে ৮ টি শিশু, ৪ জন পুরুষ ও ১২ মহিলা রয়েছেন। আটজনের মৃত্যু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এবং ১৬ জনের লাশ রাখা হয়েছে নদীর পাড়ে।

সুত্রের খবর অনুসারে, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন।

ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পরই দুর্ঘটনার কবলে পড়ে, মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু নৌকা ডুবে যায়।

সূত্রটি জানিয়েছে, নৌকার ধারন ক্ষমতা থেকে যাত্রী ছিলেন বেশি, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

 তবে নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন, স্থানীয় লোকজনও ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে, শনাক্তের পরই পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার খবর পেয়ে বোদা জেলার জেলা প্রশাসক উপস্থিত হন, তিনি প্রশাসনের তরফ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token