বড়খলা প্রতিনিধি, ২৫ সেপ্টেম্বর রবিবারঃ বড়খলা বাজার সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারের উদ্দ্যোগে রবিবার ভোরে মহালয়ায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজন করা হয়।
আকাশে-বাতাসে শারদবন্দনায় মায়ের আগমণী বার্তা নিয়ে বড়খলার প্রধান সড়ক পরিক্রমা করে ঐতিহ্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন বড়খলার চারিদিকে।
করোনা অতিমারির কারণে দু-বছর বাঙ্গালির সর্বজনীন দুর্গোৎসব ছিল একেবারে ফিকে, তাই এবার বড়খলার আনাচে কানাচে পুজো পুজো রব।
কঁচিকাঁচাদের দিয়ে মানব দুর্গা কাঠাম তৈরী করে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করা।
মা দুর্গার আগমনি সুপ্রভাতের এই প্রভাত ফেরিতে অবাল বৃদ্ধ বনিতাদের মধ্যে ছিল উৎসাহের মাত্রা অপরিসীম। একদিকে ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর অন্যদিকে ছিল মহালয়ার প্রভাত ফেরির আলোরণ।
সব মিলিয়ে গোটা অনুষ্টান ছিল উৎসব মূখুর।
এরমধ্যে মহালয়ার তাৎপর্য নিয়ে আলোচনা করেন সভাপতি অসিম দেব লস্কর, স্বপ্না দাস ও দেবব্রত সাও।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক গৌতম ধর চৌধুরী, শ্যাম সুন্দর সাও, দিপু মালাকার, লিপিকা দাস, শঙ্কু ধর চৌধুরী প্রমূখ।