নর সেবাই নারায়ণ সেবা- অমলেন্দু দাশ
ধলাই, ১৯ ফেব্রুয়ারি : শিব চতুর্দশীর শুভ লগ্নে মহা শিবরাত্রি উৎসবের আবহে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভূবন তীর্থে আগত পূণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বন্টন করলো বরাক ভ্যালী পাটনী পরিষদ।
রবিবার সকাল থেকেই ভূবন পাহাড়ের পাদদেশ কৃষ্ণপুরে প্রায় ১০ হাজার পূণ্যার্থীদের মধ্যে খিচুড়ী ও পানীয়জল বন্টন করলো বরাক ভ্যালী পাটনী পরিষদ।
এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দাশ বলেন, নর সেবাই নারায়ণ সেবা, এই ভাবধারা নিয়েই তারা পূণ্যার্থীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বন্টন করছেন এবং এধরণের সেবামূলক কাজ তাদের তৃপ্তি দেয়।
অমলেন্দু জানান, তিনি বরাক ভ্যালী পাটনী পরিষদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভূবন তীর্থের পূণ্যার্থীদের জন্য সেবা মূলক কাজে ব্রতী হয়েছে সংগঠন এবং এধরণের সেবামূলক কাজ আগন্তুক দিনেও অব্যাহত থাকবে।
তিনি ভূবন তীর্থ স্থানে আসা দর্শনার্থীদের আন্তরিক প্রীতি-শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই সঙ্গে ভূবন পাহাড় ঘিরে উৎসব আনন্দের অনন্য মনোরম ভাতৃত্ব বোধের পরিবেশে সকলের মধ্যে ঐক্য-তানের সুদৃঢ় ভাব জেগে উঠুক এই কামনা করেন তিনি।
উল্লেখ্য এদিনের সেবা মূলক কাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালী পাটনী পরিষদের উপ-সভাপতি সীতাংশু শেখর দাশ, নীহার রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মোহিতোষ দাশ, সাংগঠনিক সম্পাদক ডঃ সুরঞ্জন দাশ, ব্রজেন্দ্র দাশ, শিল্পী দাশ, সদস্য সঞ্জন পুরকায়স্থ, কমলেশ দাশ, বিশ্বজিত দাশ, বাবলু দাশ, নীধু দাশ, শঙ্কর দাশ প্রমুখ।