ইসমাইল হোসেন, মৈরাবাড়ী গণআওয়াজ : মৈরাবাড়ী হাতিমুড়ায় জনতার হাতে পাকড়াও এক সন্দেহভাজন চোর।
পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উল্লেখ্য, দীৰ্ঘ দিন ধরে এই অঞ্চলের জনজীবন চোরের উপদ্রবে অতিষ্ঠ।
গাজিবুর রহমান নামের কুখ্যাত চোর বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোটর সাইকেল, সোনার গহনা এবং ইলেকট্ৰনিক মোটর সহ বিভিন্ন ধরনের সামগ্ৰী চুরি করে আসছিল।
কিন্তু কথায় আছে না, “চোরের দশ দিন” আর “গৃহস্থের একদিন”। আজ কুখ্যাত এই চোর গাজিবুরের কপালে ছিল দুঃখ।
রাতে হাতিমুড়া গ্রামের রাব্বুল ইসলামের ঘরে চুরি করতে গিয়ে গাজিবুর বিভিন্ন সামগ্ৰী সহ ধরা পড়ে।
গাজিবুরের কাছে ড্ৰাগস সেবনের সিরিঞ্জও পাওয়া গেছে বলে জানাগেছে।
এদিকে ধৃত চোর গাজিবুরকে জনতা উত্তম-মধ্যম দিয়ে মৈরাবাড়ী পুলিশের কাছে তুলে দিয়েছেন। পুলিশ সুত্রে জানাগেছে, গাজিবুরের বিরুদ্ধে মৈরাবাড়ী থানায় এর আগে বেশ মোটর সাইকেল চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে।