করিমগঞ্জে শিক্ষার অধিকার, বাল্যবিবাহ রোধ, মহিলাদের নিরাপত্তা নিয়ে ‘সাহায্যের হাত’-এর সচেতনতা সভা

Spread the love

জুলি দাস, করিমগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি : সর্বভারতীয় সিলেটি ফোরাম-এর সহযোগী সংগঠন ‘সাহায্যের হাত’-এর পদাধিকারীরা শিক্ষার অধিকার, বাল্যবিবাহ রোধ, মহিলাদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বিষয়ক সভায় বিস্তারিত তুলে ধরেন।

করিমগঞ্জে সংগঠনের আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন পদাধিকারীরা।

সর্বশেষ অনুষ্ঠান হয়েছে শহরতলী এলংজুরিতে। আগামীতে সমাজের স্বার্থে সংগঠন নিরলস ভাবে কাজ করে যাবে বলে রবিবার সংগঠনের পক্ষ থেকে দীপ্তি দাস জানিয়েছেন।

   এলংজুরিতে আয়োজিত সচেতনতা সভায় বক্তারা বলেছেন, বাল্যবিবাহ কোনো অবস্থাতেই কাম্য নয়। এতে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়।

এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান সংগঠনের সদস্যরা।

শিক্ষার অধিকার নিয়েও বিস্তারিতভাবে জানানো হয়। তারা বলেছেন, শিক্ষা হচ্ছে প্রত্যেকের মৌলিক অধিকার।

উপযুক্ত শিক্ষা থাকলে অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

সভায় গ্রামের প্রচুর সংখ্যক জনগণ উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া।

এদিন স্কুলে পাঠরত শিশুদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, চকোলেট এবং মহিলাদের মধ্যে সেনিটারি প্যাড ইত্যাদি বিতরণ করা হয়।

সচেতনতা সভায় উপস্থিত ছিলেন দীপ্তি দাস, মুক্তি ভট্টাচার্য দে, চম্পা দেব সাহা, রাজদীপ চৌধুরী, সাবিত্রী চৌধুরী, সন্ধ্যা চক্রবর্তী, মধুছন্দা দে, সুপর্ণা চৌধুরী প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token