সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২০ ফেব্রুয়ারি : নেশা মূক্ত ভারত, বাল্য বিবাহ এবং শিশু শ্রমিক নিয়ে নাগরিকদের সচেতন করে তুলতে করিমগঞ্জ জেলা প্রশাসন ও দুল্লভছড়া সিংহ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সিংহ সংঘ ক্লাবের সভাপতি দেব প্রসাদ সিনহার পৌরহিত্য অনুষ্টিত সভার প্রারম্ভে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিষুপ্রিয়া মনিপুরী রাধা কৃষ্ণ নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সুচনা করা হয়।
উপস্থিত ছিলেন করিমগঞ্জ বার এসোসিয়েশনের সদস্য মৃতুঞ্জয় নাথ। তিনি ১৮ বছর পূর্ন হওয়ার পূর্বে কোন মেয়ে এবং ২১ বছর পূর্ণ হওয়ার পূর্বে কোন ছেলের বিয়ে নিয়ে অভিমত অভিমত তুলে ধরেন।
তাছাড়া উপস্থিত অন্যান্য বক্তারা শিশুদের শ্রমিক এবং বাল্য বিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
সচেনতা সভায় উপস্থিত ছিলেন দরগারবন্দ জিপি সভাপতি হেমচন্দ্র চ্যাটার্জী, প্রাক্তন সভাপতি চন্দ্রকান্তি সিনহা, মনোরঞ্জন সিনহা, বিজেপি জেলা ওবিসি মোর্চার সম্পাদক প্রনব মুর্খাজী, দুল্লভছড়া সমবায় সমিতির সম্পাদক দীপন সিনহা, অনিপুর সমবায়ের সভাপতি বিপ্লব বনিক সহ অন্যানরা।
অনুষ্টান পরিচালনায় ছিলেন ক্লাবের সভাপতি দেবব্রত সিনহা।