পূর্ণার্থীদের সেবা প্রদানে যাওয়ার পথে ভুবন পাহাড়ে অকাল মৃত্যু বজরং দল কর্মীর! বিশ্বহিন্দু পরিষদের শোক

Spread the love

শিলচর, ২০ ফেব্রুয়ারি : বিশ্বহিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং দল কর্মী বুদ্ধি রাম রী ১৭ ফেব্রুয়ারি,২০২৩ তারিখে ভুবনে  সমবেত পূর্ণার্থীদের সেবা প্রদানের উদ্দেশ্যে রওনা হন।

কিন্তু প্রায় দুই কিলোমিটার ভুবন পাহাড়ে উঠার পর হঠাৎ তিনি গভীর খাদে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তবে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় তাঁর মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

তিনি লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত পয়লাপুল প্রকন্ডের দেওয়ান খন্ডের বজরং দলের একজন সক্রিয় সদস্য,  বয়স ২৭ বছর।

উল্লেখ্য যে, ভুবন পাহাড়ের সমবেত পূর্ণার্থীদের সেবা প্রদানের উদ্দেশ্যে বরাক উপত্যকা থেকে প্রায় ২২৯ জন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মাতৃ শক্তি এবং দুর্গা বাহিনীর কার্যকর্তা উপস্থিত হন।

এরমধ্যে বুদ্ধিরামও একজন ছিলেন। বুদ্ধিরামের পিতার বিশ্ব রাম রী এবং মাতা বিশাকা রী। তাদের তিন সন্তান।

বিশ্বহিন্দু পরিষদ দক্ষিণ-পূর্ব প্রান্ত তাদের সক্রিয় কর্মী বুদ্ধিরামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা জানিয়েছে।

 বিশ্বহিন্দু পরিষদের পূর্ব প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য এক প্রেসবার্তায় এসংবাদ জানিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token