কোহিমা, ২৪ ফেব্রুয়ারি : নাগাল্যান্ডের বিরোধী দলগুলি ভোটের আগেই বিজেপি জোটের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে, যুক্তি সহকারেই এমন দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী ড০হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বলেন, নাগাল্যান্ডে অন্য কোনও দল ৩০টির বেশি আসনে প্রার্থীই দেয়নি, তাই তাদের ক্ষমতায় আসার প্রশ্নই উঠে না।
বিধানসভা ভোটে বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বিজেপি জোটের এক মহিলা প্রার্থীর পক্ষে প্রচারের সময় কথাগুলো বলেন।
কোহিমার ওই নির্বাচনি সভায় মুখ্যমন্ত্রী যোগ করেন, যদি কোনো রাজনৈতিক দল বা জোট ৬০ আসনের নাগাল্যান্ডে সরকার গঠন করতে চায় তবে তাদের কমপক্ষে ৩১টি আসনে প্রার্থী দেওয়া উচিত।
কিন্তু এবারের নির্বাচনে অন্য কোনও দল বা জোট ৩০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি।
তিনি বলেন, এর অর্থ এনডিপিপি-বিজেপি জোটের কাছে আগেই তারা পরাজয় স্বীকার করে নিয়েছে এবং বুঝতে পারছে নেফিউ রিও আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
উল্লেখ্য, বিজেপি জোট এবার নাগাল্যান্ডে তিনজন মহিলাকে প্রার্থী করেছে। তাদেরই একজন সালহাউতুওনুও ক্রুস।
এই ক্রুসের পক্ষেই এদিন নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বিরোধীদের বিঁধেন হিমন্ত।
এ প্রসঙ্গেই তার বক্তব্য, যারা আগেই হার মেনে নিয়েছে তাদের ভোট দিয়ে কী লাভ? তারা তো আগেই বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
হিমন্ত বলেন, এই জোট উন্নয়নের মজবুত ভিত্তি স্থাপন করেছে নাগাভূমিতে। গত পাঁচ বছরে আগের মতো রাজনৈতিক অস্থিতিশীলতাও দেখা যায়নি।
নাগাল্যান্ডে শান্তি ও উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে এনডিপিপি ও বিজেপি সরকার। গত পাঁচ বছরে প্রভূত বিনিয়োগ হয়েছে রাজ্যে।
পাশাপাশি দীর্ঘদিনের নাগা রাজনৈতিক দ্বন্দ্বের স্থায়ী সমাধান খোঁজার ভিত্তি গড়ে তোলা হয়েছে।
এর স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আগামী পাঁচ বছর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নাগাল্যান্ডের জনগণের স্বতন্ত্রতাকে মর্যাদা দেবে।
একইসঙ্গে নাগাল্যান্ডের জনগণ ও দেশের বাকি অংশের মানুষের মধ্যে বন্ধুত্বকে শক্তিশালী করবে, সেই লক্ষ্যেই এই জোটকেই ভোট দেওয়ার আবেদন রাখেন হিমন্ত।
তিনি জানিয়ে রাখেন, রিওই এনডিপিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
উল্লেখ্য, রিও-র নেতৃত্বাধীন এনডিপিপি এবং বিজেপি রাজ্যে পুনরায় সরকার গঠনের লক্ষ্য নিয়ে ৪০:২০ সমঝোতায় আসন ভাগাভাগি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যদিকে, রাজ্যের সব থেকে পুরোনো রাজনৈতিক দল নাগা পিপলস ফ্রন্ট ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার ক্ষমতায় থাকলেও এবার মাত্র ২২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০১৮য় এনপিএফ ৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল।
তবে মজার বিষয় হল, এনডিপিপি-বিজেপি জোটই সরকার গঠন করে।
২০২১ সালের সেপ্টেম্বরে এনপিএফ দল এনডিপিপি-বিজেপি সরকারে যোগ দিয়েছিল যা নাগাল্যান্ডকে দেশের একমাত্র সর্বদলীয় সরকারের রাজ্য বানিয়েছিল।
অন্যদিকে, কংগ্রেস এবার ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ১৫ জন প্রার্থী দিয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি ১২টি আসনে প্রার্থী দিয়েছে।