শিলং, ২৪ ফেব্রুয়ারি : নির্বাচনের মুখে মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত ২ শে মার্চ পর্যন্ত সিল করা হবে।
আজ মেঘালয়ের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) এফআর খারকং এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ পাশ করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।
নির্বাচন কমিশন আসাম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তকেও ২ মার্চ পর্যন্ত সিল করার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন সমস্ত জেলাকে সিল করার আদেশ জারি করতে বলা হয়েছে এবং সীমান্ত এলাকায় মানুষের চলাচল সীমিত করা হবে জানিয়েছেন খারকংগর।
মেঘালয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বর্ডার হাট-এর কার্যক্রমও পিছিয়ে দেওয়া হয়েছে।
সিইও বলেছেন, দুই দেশের মধ্যে ব্যক্তিদের অনিয়ন্ত্রিত চলাচলের অনুমতি দেওয়া হলে আইন-শৃঙ্খলার সমস্যা মানুষের জীবনকে বিপদের দিকে নিয়ে যেতে পারে এবং শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে ৬০ সদস্যের মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গণনা হবে ২ মার্চ।