বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় মণ্ডপে থাকছে সিসি ক্যামেরা, প্রবেশপথে মেটাল ডিটেকটর : সতর্ক পুলিশ

Spread the love

অনলাইন ডেক্স, ২৮ সেপ্টেম্বর : বাংলাদেশে দুর্গাপূজোয় সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রবেশপথে মেটাল ডিটেকটর বসাবে পুলিশ। এছাড়া পূজার এই কয়েকদিন থাকবে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। সে দেশের পুলিশ সদর দপ্তর থেকে সংবাদমাধ্যেমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বলে প্রথম আলো সূত্রে জানা গেছে।

গত বছর দুর্গাপূজায় বাংলাদেশের কুমিল্লা জেলার এক পূজা মণ্ডপে কুরান রাখা নিয়ে মূর্তি ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের জনসাধারণের উপর অতর্কিত হামলার ঘটনায় গোঠা বিশ্ব আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় বাংলাদেশকে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছিল, তাই এবার এসমস্ত অপরাধ এড়াতেই শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইজিপি বেনজীর আহমেদ শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে আছে, তিনি এ সময় কমিউনিটি পুলিশের সদস্য ও বিট পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্ট দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকার অনুরোধ জানান।

পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, আজান ও নামাজের সময় উচ্চ শব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদ্‌যাপন কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করার জন্যও অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, বিশেষ শাখার  প্রধান (অতিরিক্ত আইজি) মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী কল্পেশানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের সব মহানগরের পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। সুত্রে জানাগেছে এবার বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা উদ্‌যাপন হবে বলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানিয়েছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token