হাইলাকান্দি, ২৮ ফেব্রুয়ারি : হাইলাকান্দি উন্নয়ন খন্ডের অন্তর্গত নিতাইনগর জিপিতে পিএমএওয়াই প্রকল্পে লাগামহীন দূর্ণীতির তথ্য প্রকাশ্যে নিয়ে আসল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।
এজেওয়াইসিপি অভিযোগ করেছে, নিতাইনগর জিপির পিএমএওয়াই এবং জবকর্ডের হিতাধীকারীরা পেমেন্ট থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত।
জিপি সভানেত্রী এনিয়ে তৎপর না থাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারিরা ঘরের কাজ অসমাপ্ত থাকায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে বলে অভিযোগ করে যুব ছাত্রপরিষদ।
নিতাইনগরে সাংবাদিক সম্মেলন করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির সহসভাপতি হোসেন আহমদ মজুমদার, সহসম্পাদক জাকির হোসেন, নিতাইনগর আঞ্চলিক সমিতির সভাপতি সামসুল হক মজুমদার, হোসেন আহমদ লস্কর সহ অন্যান্যরা সরব হন।
তারা এবিষয়ে হাইলাকান্দির জেলাশাসক ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের হস্তক্ষেপ কামনা করে শীঘ্রই হিতাধীকারীর ব্যাঙ্ক একাউন্টে জবকর্ডের পেমেন্ট দিতে আহ্বান জানায়। অন্যতায় হাইলাকান্দি খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় ঘেরাও করার হুংকার দেন এজেওয়াইসিপির হোসেন আহমেদ মজুমদার।