মেরি মাটি মেরি দেশ, হাইলাকান্দি থেকে দশ কলস মাটি দিল্লি যাবে

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধি : আজাদী কা অমৃত মহোৎসবের চূড়ান্ত পর্বে গ্রহণ করা মেরি দেশ মেরি মাটি কার্যসূচিতে হাইলাকান্দি জেলার পাঁচটি উন্নয়ন খন্ড থেকে ১০ কলস মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

এর আগে আগামী ২৩ আগস্ট সকাল ৮ টায় হাইলাকান্দি জেলার সব গ্রাম থেকে এক কিলোগ্রাম করে মাটি শোভাযাত্রা সহকারে সংগ্রহ করা হবে।

২৪ আগস্ট জেলার উন্নয়ন খন্ডের কার্যালয়গুলিতে মাটি  নিয়ে যাত্রা করা হবে এবং ২৫ আগস্ট উন্নয়ন খন্ড থেকে মাটির কলস নিয়ে গুয়াহাটির শংকর দেব কলা ক্ষেত্র অভিমুখে রওনা দেওয়া হবে।

এরপর ২৭ অথবা ২৮ আগস্ট এই মাটি নিয়ে রাজ্য পর্যায়ে দিল্লি যাওয়ার ব্যবস্থা করা হবে।

হাইলাকান্দিতে শুক্রবার মেরি মাটি মেরি দেশ কার্যসূচি সফল করে তুলতে অনুষ্ঠিত এক বৈঠকে একথা  জানানো হয়।

জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই কার্যসূচি অনুসারে মোট ছয়টি পর্যায়ের সব কয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এর অঙ্গ হিসেবে জেলার অমৃত সরোবরের তীরে অথবা অমৃত সরোবরের পার্শ্ববর্তী কোন উল্লেখযোগ্য স্থানে শিলাফলোকম নামক একটি তথ্য ফলক আগামী ৮ আগস্ট এর আগে স্থাপন করা হবে।

৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই শিলা ফলোকমে মাটি হাতে নিয়ে পড়ুয়া, সরকারি কর্মকর্তা এবং আপামর জনসাধারণ সেলফি তুলে ওয়েব সাইটে আপলোড করবেন।

এরপর বসুদাবন্ধন নামক কর্মসূচিতে প্রতিটি জিপিতে ৭৫টি করে চারাগাছ লাগানো হবে ৯ থেকে ১৪ আগস্ট এর মধ্যে।

পরবর্তী কর্মসূচি বীরোকা বন্ধন-এ শিলাফলকমে স্বাধীনতা সংগ্রামী এবং স্থানীয় শহীদদের নাম সন্নিবিষ্ট করা হবে।

১৫ আগস্ট রাষ্ট্রগুণ নামক কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

স্বদেশপ্রেম ও স্বদেশ ভাবনাকে সুদৃঢ় করতে এইসব কর্মসূচি আয়োজনের পাশাপাশি গত বছরের মত এবছরও রাজ্য সরকারের নির্দেশে হল ঘর তিরাঙ্গা পালন করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচির বিশদ ব্যাখ্যা করেন জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা।

জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে জেলার সব সার্কেল অফিসার, সব উন্নয়ন খন্ডের বিডিও সহ অন্যান্যদের মধ্যে ডিডিসি অ্যালডার্ড ফারহীনও সভায় অংশ নেন। ছবি: মেরি মাটি মেরি দেশ কর্মসূচি নিয়ে প্রশাসনিক বৈঠক শুক্রবার হাইলাকান্দিতে

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token