জুলি দাস
করিমগঞ্জ, ১ মার্চ : ফের বৃদ্ধি পেল করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলা।
মঙ্গলবারই মেলা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এদিন মেলা কমিটির পদাধিকারীরা এক সভায় বসে আরো এক সপ্তাহ মেলা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। সেই হিসেবে মেলা সমাপ্ত হবে আগামী ৭ মার্চ।
তবে যেহেতু বর্তমানে পরীক্ষার মরশুম চলছে, ফলে বুধবার থেকে মেলায় কোন রকমের মাইক বাজানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতাজি মেলা কমিটির পদাধিকারীরা।
বিতর্ক এড়াতে মাইক না বাজানোর এই সিদ্ধান্ত।
করোনা অতিমারির জন্য গত দুই বছর করিমগঞ্জে নেতাজি মেলা অনুষ্ঠিত হয়নি। সরকার বিধি-নিষেধ তুলে নেওয়ার পর এবার নেতাজি মেলা আয়োজন করার সিদ্ধান্ত নেয় বর্তমান পুরবোর্ড।
সেই হিসেবে এক মাসের জন্য গত ২৩ জানুয়ারি নেতাজি মেলা শুরু হয় পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে।
২৩ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে মেলা আরো পাঁচ দিন বৃদ্ধি করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।
এনিয়ে পরীক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। কারণ বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছিল। মাইকের বিকট আওয়াজে পরীক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়ে।
বিশেষ করে ওই এলাকায় যাদের ঘরবাড়ি রয়েছে। তবে এইসবে গুরুত্ব না দিয়ে মেলা যথারীতি চালিয়ে যায় রবীন্দ্রচন্দ্র দেব নেতৃত্বাধীন পুরবোর্ড।
এদিকে, মঙ্গলবার মেলা শেষ হওয়ার অন্তিম দিনে এক সভায় বসে ফের মেলার সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নেতাজি মেলা কমিটি।
এদিন মেলা কার্যালয়ে এক সভায় বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নেতাজি মেলা সমাপ্ত হবে আগামী সাত মার্চ।
সভার পর এ খবর জানিয়ে নেতাজি মেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল বনিক বলেছেন, যেহেতু বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হবে, ফলে ১ মার্চ থেকে মেলায় কোন রকমের মাইক বাজানো হবে না।
পরীক্ষার্থীদের কথা চিন্তা করে মাইক না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।