জুলি দাস
করিমগঞ্জ, ১ মার্চ : করিমগঞ্জ কলেজে অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের দ্বারা মঙ্গলবার উদযাপন করা হলো জাতীয় বিজ্ঞান দিবস।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান দিবস প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমণের দ্বারা রামন এফেক্ট আবিষ্কারের বর্ষপূর্তি হিসাবে সম্পূর্ণ দেশে উদযাপিত হয়।
কলেজ গ্যালারিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৌমিত্র চৌধুরী। তিনি জাতীয় বিজ্ঞান দিবস-এর উদ্দেশ্য ব্যাখ্যা করে আগামী প্রজন্মকে বিজ্ঞানের সাধনায় ব্রতী হওয়ার আহ্বান জানান।
রামন এফেক্ট-এর বিভিন্ন দিক তুলে ধরেন করিমগঞ্জ কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড০ প্রদীপকুমার নাথ।
তিনি তাঁর বক্তব্যের কীভাবে রামন প্রভাব বিজ্ঞানের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে এবং আজকের দিন অবধি কীভাবে তা প্রবলভাবে কাজে ব্যবহৃত হচ্ছে, এই প্রসঙ্গ তুলে ধরেন।
নোবেল জয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমনের জীবনের উপর আলোকপাত করেন করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক তথা করিমগঞ্জ কলেজের অভ্যন্তরীণ গুনোমান নিশ্চিতকরণ কোষ-এর সমন্বয়ক অধ্যাপক ড০ সুজিত তিওয়ারি।
তিনি এ বছরের থিম বিশ্ব কল্যাণে বিশ্ববিদ্যালয়-এর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ছাত্র-ছাত্রীদের আহ্বান করেন সিভি রমনের জীবন থেকে প্রেরণা নিয়ে জীবনে অনুসন্ধিৎসু মনে বিজ্ঞান সাধনার জন্য।
কারণ আমাদের দেশের সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে বিজ্ঞানের হাতে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী সহ বিজ্ঞানের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা উপস্থিত ছিলেন।