বরাক যুব সংগঠন আসাম নামের সামাজিক সংস্থার প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী
মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ৬ মার্চ : তামিলনাড়ুতে বহিঃরাজ্যের শ্রমিকের উপর অত্যাচারের বিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।
আতংকিত হয়ে উঠেছেন অসম সহ উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর যে সব শ্রমিক তামিলনাড়ুতে কাজের তাগিদে গিয়েছেন তাদের অভিভাবকরা।
কর্ণাটক থেকে প্রতিবাদে সরব হয়েছে বরাক যুব সংগঠন আসাম নামের সামাজিক সংস্থা।
সংস্থার সভাপতি জিয়াউল হক বড়ভূইয়া ও সাধারণ সম্পাদক সাহাদুল্লা বড়ভূইয়ার নেতৃত্বে বরাক যুব সংগঠন বহিঃরাজ্যে কর্মরত অসমের শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রতিবাদী সভা করেছে।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি বিডিও বার্তায় তামিলনাড়ুতে বহিঃরাজ্যের কর্মরত শ্রমিকদের উপর অত্যাচারের বেশ কয়েকটি বিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এসব ভাইরাল বিডিও দেখে অনেক শ্রমিক প্রাণের ভয়ে কর্মস্থল ছেড়ে গৃহবন্ধী অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
বরাক যুব সংগঠন আসাম নামের এই সংস্থা ঘটনার সত্যতা যাচাই করে সেখানে কর্মরত অসমের শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মূখ্যমন্ত্রী এবং তামিলনাড়ু প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।
সংস্থার সভাপতি জিয়াউল হক বড়ভূইয়া বলেছেন, যদি এসব ঘটনা সত্যি হয় তাহলে অসম সরকার শীঘ্রই তামিলনাড়ু সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিক।
এদিনের প্রতিবাদী সভায় সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য নবদ্বীপ দাস, জামাল উদ্দিন লস্কর, আব্দুল কাসিম, দিলোয়ার হোসেন, ইকবাল হোসেন ও আজহার উদ্দিন প্রমুখ।