গণ আওয়াজ, গুয়াহাটি, ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : আসাম সরকার ২২ সেপ্টেম্বরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে আরও ১২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই একথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, আগামী ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে রাজ্যের বিভিন্ন বিভাগে ১২ হাজার নতুন নিয়োগপ্রাপ্তকে নিয়োগপত্র দেওয়া হবে।
গত বিধানসভা নির্বাচনের প্রচারে ডঃ হিমন্ত বিশ্বশর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আসামে বিজেপির পুনরায় সরকার হলে বছরে ১ লক্ষ বেকারকে চাকরি দেওয়া হবে।
আজ তিনি ১২ হাজার নিয়োগের কথা ঘোষণা করে বলেন, ১ লক্ষ চাকরির প্রতিশ্রুতি পুরন করতে তাঁর সরকার দ্রুত কাজ করছে।
২২ সেপ্টেম্বর যে ১২ হাজার পদের নিয়োগপত্র দেওয়া হবে তার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে ৫,২০০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর এবং পূর্ত বিভাগে ২৫৬ জন সহকারী প্রকৌশলী অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যান্য শূন্যপদগুলি হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, উচ্চশিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতরে।
রাজ্য সরকারের চাকরিতে আরও ১২ হাজার কর্মচারী নিযুক্ত হলে প্রতিদিনের কার্যক্রমকে আরও নির্বিঘ্নে চালাতে সহায়তা করবে তিনি আশা প্রকাশ করেন। তার আগে মে মাসে ৩০ হাজার শূন্যপদ পূরণ করা হয়েছে এবং এই নতুন নিয়োগের মাধ্যমে আসাম সরকার ছয় মাসেরও কম সময়ের মধ্যে মোট ৪২ হাজার জনকে নিয়োগ হবে বলে জানান মুক্ষমন্ত্রী নিজেই।