ধলাই, ২৯ সেপ্টেম্বর :
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার বর্তমান খুবই বেহাল অবস্থা। দুই কিলোমিটার দূরত্ব হাওয়াইথাং-লায়লাপুর গ্রামীণ সড়ক দীর্ঘদিন থেকে অচল হয়ে পড়েছে।
পুকুরসম গর্ত এই গ্রামীণ রাস্তায় প্রায় লোক চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে দিনদিন। যদিও একবার এই রাস্তা সংস্কার করা হয়েছিল কিন্তু বর্তমানে এই রাস্তার অবস্থা খুবই সূচনীয়।
তাছাড়া হাওয়াইথাং থেকে ফ্রেঞ্চনগর খাসিয়াপুঞ্জি গ্রামীণ রাস্তার অবস্থাও বেহাল। আসাম মিজোরাম সীমান্ত এলাকার এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তার সংস্কার নিয়ে নীরব জনপ্রতিনিধিরা।
এই রাস্তা দুটি দিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। উভয় রাস্তার সিংহভাগ অংশ প্রায় অচল।
এদিকে সম্মুখে শারদীয় দুর্গোৎসব, বাঙ্গালীর এই উৎসবে রাস্তার এমন বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ।
শীঘ্রই রাস্তা দুটি সংস্কারের জন্য স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহন, মীন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনগন।