উৎসবমুখর পরিবেশে মুখ্যমন্ত্রী যোগী খেলেনফুলের হোলি
লখনউ, ৭ মার্চ : সোমবার শ্রীশ্রী হোলিকা দহন উৎসব সমিতি পান্ডেহাটার পক্ষ থেকে ধুমধাম করে হোলিকা দহন শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজনকে হোলির গানে নাচতে ও গাইতে দেখা গেছে। যেদিকেই হোলির শোভাযাত্রা গিয়েছে, পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর।
গোরক্ষপীঠধীশ্বর এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরতি করে ফুলের হোলি খেলে শোভাযাত্রার উদ্বোধন করেন।
মিছিলটি পান্ডেহাটা থেকে শুরু হয়ে ঘন্টাঘর, মাদ্রাসা চক, লালদিগি, ঘাসিকাট্রা, জাফরা বাজার, বেনীগঞ্জ, চরণলাল চক, আর্যনগর, বকশীপুর, নাখাস চক, ঘন্টাঘর প্রদক্ষিণ করে আবার পান্ডেহাটা চকে এসে শেষ হয়।
শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঘোড়া, তারপর ব্যান্ড-বাজা এবং সবশেষে ভক্ত প্রহ্লাদ ও হোলিকার মূকনাট্য চলছিল।
এ সময় যুবকরা হোলির গানে নেচে-গেয়ে মেতে ওঠে।
মিছিলটি যে দিকে যাচ্ছিল, সেখানে মানুষ রং, আবির ও গুলাল দিয়ে স্বাগত জানাচ্ছিল। এর ফলে হোলির মজা পুরো পরিবেশে বিলীন হয়ে যাচ্ছিল।
সদর সাংসদ রবি কিষাণ শুক্লা, গ্রামীণ বিধায়ক বিপিন সিং, ভজন গায়ক নন্দু মিশ্র, কমিটির সভাপতি ওমপ্রকাশ পাটওয়া, সাধারণ সম্পাদক রাম প্রকাশ গুপ্ত, সহ-সভাপতি বিজয় পাটওয়া, মন্ত্রী রাহুল গুপ্ত, লোকেশ পাটওয়া, ভোলেন্দ্র নারায়ণ দুবে, দীপক সহ মুখ্যমন্ত্রীও ছিলেন। মিছিলে উপস্থিত ছিলেন পাটওয়া, জয়রাম কাসাউধন, চন্দ্র কুমার ভার্মা, বিনোদ চৌধুরী প্রমুখ।