এআইইউডিএফকে ত্যাগ, কংগ্রেসের খাতায় নাম লেখালেন প্রাক্তন বিধায়ক!

Spread the love

বিজেপিকে আটকাতে এআইইউডিএফকে বিদায় দিতে হবে : আনোয়ার  

হাইলাকান্দি প্রতিনিধি, ১০ মার্চ : এআইইউডিএফের খারাপ দিন চলছে, সমগ্র অসমে এআইইউডিএফ দলকে মানুষ বর্জন করছেন।

বিজেপিকে আটকাতে হলে প্রথমে এআইইউডিএফ দলকে বিদায় দিতে হবে, অসমে ফের ক্ষমতায় আসছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই মন্তব্য করেন হাইলাকান্দি সমষ্টির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।

এআইইউডিএফ দলের হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর ১ মার্চ গুয়াহাটি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুপেন বরার হাত ধরে কংগ্রেসে যোগদান করে জেলা শহরে এসে এভাবেই বিরুধি দলগুলোকে আক্রমণ করেছেন।

বৃহস্পতিবার প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে হাইলাকান্দি জেলার প্রবেশদ্বার ধলেশ্বর পয়েন্ট থেকে তাঁর ভক্ত এবং অনুগামীরা গাড়ি মিছিল করে জেলা সদরের সর্দার বল্লভ ভাই প‍্যাটাল রোডস্থিত কংগ্রেস ভবনে নিয়ে আসেন।

এখানে জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর সহ অসংখ্যা কংগ্রেস কর্মীরা আনোয়ারকে ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানান।

হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্করের পৌরহিত‍্যে আয়োজিত স্বাগত  অনুষ্ঠানে এআইইউডিএফ ত‍্যাগী প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে দলীয় টুপি, দলীয় বসান ও ফুলের তোড়া দিয়ে কংগ্রেস দলে স্বাগত জানান কংগ্রেস কর্মীরা।

জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর শাসক দল বিজেপির কড়া সমালোচনা করে বলেন, এই সরকারের আমলে জিনিস পত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশকে পুঁজিপতিদের হাতে বিক্রি করে দিয়েছে এই সরকার।

দেশের সচেতন নাগরিকরা বিজেপি দলকে কোন ভাবে মেনে নিতে পারছেন না, তাই অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল ত‍্যাগ করে ইতিমধ্যে কংগ্রেস দলে যোগদান করছেন।

হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর মূলত কংগ্রেসেরই মানুষ, তাই এবার ঘরের ছেলে ঘরেই ফিরছেন।

আগামী দিনে এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মওলানা বদর উদ্দিন আজমলও এআইইউডিএফ ছেড়ে কংগ্রেস দলে যোগদান করবেন বলে মন্তব্য করেন সামসুদ্দিন।

তিনি মওলানা বদর উদ্দিন আজমলকে সংখ্যালঘু মানুষের আর ক্ষতি না করে এআইইউডিএফ দল ত‍্যাগ করে কংগ্রেসের হয়ে কাজ করার পরামর্শ দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিসিসির সদস্য তথা জেলা পরিষদের চেয়ারম্যান আনাম উদ্দিন লস্কর, এপিসিসির সদস্য সামসুল ইসলাম বড়লস্কর, হীরালাল দত্ত পুরকায়স্থ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহরম আলী মজুমদার, উপ সভাপতি গিয়াস উদ্দিন লস্কর।

এছাড়াও বক্তব্য রাখেন মহিলা সভানেত্রী মাধবী শর্মা, সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, আব্বাস উদ্দিন লস্কর, আলগাপুর ব্লক সভাপতি এডভোকেট নুমান মিয়া লস্কর, শহর ব্লক কংগ্রেসের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য্য।

বক্তব্য রাখেন, যুব কংগ্রেস সভাপতি শহীদুল আলম বড়ভূইয়া,সেবাদলের চেয়ারম্যান বাহারুল ইসলাম বড়ভূইয়া, সংখ্যালঘু মোর্চার সম্পাদক আনাম উদ্দিন মজুমদার, এনএসইউআইর সভাপতি আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।

প্রত‍্যেক বক্তা শাসক দল বিজেপি ও এআইইউডিএফের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token