রাজনীতির ময়দান ছেড়ে এবার সাম্প্রদায়িক সুড়সুড়ি চলচ্চিত্রে!
বারইগ্রাম প্রতিনিধি, ১৩ মার্চ : রাজনীতির ময়দান ছেড়ে এবার সাম্প্রদায়িক সুড়সুড়ি চলচ্চিত্রে। ‘পাঠান’-এর পর এবার মুক্তি পাওয়ার আগেই বিতর্কে ঢুকে পড়েছে বাংলা চলচ্চিত্র ‘আরাধ্যা’।
কয়েকদিন আগে পাঠান ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অভিযোগ ছিলো, গেরুয়া বসনকে অবমাননা করা হয়েছে অভিনয়ের মাধ্যমে।
এ নিয়ে সারা দেশে হিন্দু-মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
এদিকে, আগামী ২৪ মার্চ মুক্তি পাবে আরাধ্যা। কিন্তু ছবির প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়ে সরব হয়েছেন একাধিক মুসলমান যুবক।
তাদের দাবি, ছবির পোস্টারে দেখা যাচ্ছে মৌলানার সাদা রংগের পাঞ্ছাবী ও টুপি পড়ে দা হাতে নিয়ে খলনায়কের চরিত্রে অভিনয় করছে এক হিন্দু যুবক।
এতে সমস্ত মুসলিম সমাজকে অবমাননা করা হয়েছে। ছবিটি মুক্তি হলে দেশে, বিশেষ করে বরাক উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে বিতর্কিত আরাধ্যা ছবিটি প্রদর্শন বন্ধ করার আর্জি জানান সামাজিক মাধ্যমে।
অন্যদিকে, ছবিটিতে খলনায়কের ভুমিকায় অভিনয় করা দিপু দেব এক প্রতিক্রিয়ায় সিনেমার পোস্টারের দিকে না তাকিয়ে আগামী ২৪ মার্চ মুক্তির পর আরাধ্যা প্রদর্শন করার আহবান জানান।
তারপরই দুধ কা দুধ আর পানি কা পানি প্রকাশ্যে আসবে। এ নিয়ে অযথা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান অভিনেতা।