শিলচর, ১৪ মার্চ : গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোষাক পরানোর নামে আড়াই কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনে সিবিআই তদন্তের দাবি জানাল বিডিওয়াইএফ।
বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের অভিযোগ এই কেলেঙ্কারিতে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মীরাও জরিত।
যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম রুখতে ও মানোন্নয়নে বরাকের শিক্ষাবিদ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পরামর্শদাতা কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন।
কারণ, তাদের আশংকা ছিল বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম চলছে, কিন্তু তা করা হয়নি।
তবে এই আশঙ্কাই বাস্তব প্রমান হল।
তিনি বলেন সামান্য উত্তরীয় ও জহরকোটের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে, সমাবর্তনের পর এগুলো আবার কতৃপক্ষকে ফিরিয়ে দিতে হয়েছে।
কয়েক ঘন্টা ব্যাবহারের জন্য এই পোষাকের ভাড়া আড়াই হাজার টাকা হতেই পারে না। এটি একটি পরিকল্পিত দুর্ণীতি বলে তিনি দাবী করেন।
তিনি বলেন যে সংশ্লিষ্টরা এরকম আরো অনেক কেলেঙ্কারি সংগঠিত করছেন, যা প্রকাশ্যে আসছে না।
কল্পার্ণব গুপ্ত এই পোষাক কেলেঙ্কারির অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
যুবফ্রন্টের অপর আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাঙ্কিং ক্রমাগত নিম্নগামী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ণীতিতে ১নম্বর স্থান দখল করেছে।
যদি এভাবে চলতে থাকে তবে পাঁচ গ্রাম কাগজকলের জায়গায় পৌছতে বেশীদিন লাগবে না।
তিনি বলেন, বরাকের ২৫ লক্ষ মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল এই বিশ্ববিদ্যালয়ের এমন পরিনতি কোনভাবেই কাম্য নয়, বিডিওয়াইএফ কিছুতেই মেনে নেবেনা। অবিলম্বে সমস্ত ব্যাপারে সংশোধনী পদক্ষেপ না নিলে যুবফ্রন্ট বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুসিয়ারি দেন।