গুণোৎসবের আদলে এবার জল উৎসব, ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার

Spread the love

নলের মাধ্যমে জল ২৫ লক্ষ মানুষের ঘরে পৌঁছে গেছে

গুয়াহাটি, ২১ অক্টোবর : গুণোৎসবের আদলে এবার জল উৎসব হবে রাজ্যে। কিছু দিনের মধ্যেই রাজ্যে এই জল উৎসব আরম্ভ করা হবে বলে ঘোষণা করেছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্ৰী জয়ন্ত মল্ল বরুয়া।

জল উৎসবের কাৰ্যসূচির অধীনে সরকারি আধিকারিকরা প্রতিটি পানীয় জল প্রকল্প পরিদৰ্শন করে প্রকল্পগুলোর রূপায়ণ সম্পর্কে মূল্যায়ন করবেন।

মন্ত্ৰী মল্ল বরুয়া শুক্রবার কৃষিমন্ত্ৰী অতুল বরার উপস্থিতিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গোলাঘাট জেলার বোকাখাত সংমণ্ডলের অধীনে দেড়গাওঁ উপসংমণ্ডলে উপস্থিত হন।

সেখানে গোলোং তেমেরা গাওঁ পঞ্চায়তের অন্তৰ্গত মাজচাপরিতে একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে এই জল উৎসবের কথা জানান তিনি।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রেখে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্ৰী বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মাধ্যমে রাজ্যে এখন পর্যন্ত ২৫ লক্ষ মানুষের ঘরে নলযোগে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।

জনগণের সহযোগিতায়ই এই প্রকল্পগুলোর সফল রূপায়ণ সম্ভব উল্লেখ করে তিনি রাজ্যবাসীকে প্রকল্পগুলো নিজেদের প্রকল্প বিবেচনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাঁর ভাষণে মন্ত্ৰী পানীয় জল প্রকল্পগুলো সরকারি প্রকল্প না ভেবে জনতার সম্পদ হিসাবে জ্ঞান করার কথা বলেন। অনুষ্ঠানে জেলাশাসক, জলা পরিষদের সভানেত্ৰী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token