কাটলিছড়ার বিধায়ক সুজামকে সতর্ক করলেন রাইজর দলের জহির!!
মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১৫ মার্চ : জনগণের ভোটে বিধায়ক হয়ে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বাড়ি, গাড়ি, সহ সা-সম্পত্তির উন্নতি হয়েছে।
কিন্তু শিক্ষার ক্ষেত্রে বিধায়ক সুজাম যে চক্রান্ত করছেন সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দিলেন রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর।
দক্ষিণ হাইলাকান্দির সুলতানিছড়ার মডেল ডিগ্রী কলেজ মণিপুরে স্থানান্তরে বিধায়ক সুজামের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে রাইজর দল।
রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাক্তিগত ফায়দা হাসিলের জন্য কাটলিছড়ার বিধায়ক মডেল ডিগ্রী কলেজ মণিপুরে নির্মাণ করতে চাইছেন।
হাইলাকান্দিতে সাংবাদিকদেরকে রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর দিনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রী কলেজের বিস্তারিত তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেছেন, এই মডেল ডিগ্রী কলেজ নিয়ে দক্ষিণ হাইলাকান্দির যুব ঐক্য মঞ্চ গুয়াহাটি হাইকোর্টে একটি পিআইএল করেছিল।
এই পিআইএল-এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ হাইলাকান্দির সুলতানি ছড়ায় মডেল ডিগ্রী কলেজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইলাকান্দির তদানীন্তন জেলাশাসক কাটলিছড়া সার্কলের মাধ্যমে সুলতানি ছড়ায় মডেল ডিগ্রী কলেজ নির্মাণের জন্য ৬০ বিঘা জমি বরাদ্দ করেছেন।
কিন্তু বর্তমানে কাটলিছড়ার বিধায়ক নিজের ব্যাক্তিগত স্বার্থের জন্য মডেল ডিগ্রী কলেজটি স্থানান্তর করে মনিপুরে নির্মাণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এতে দক্ষিণ হাইলাকান্দিতে বিধায়কের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির মানুষের স্বপ্নের এই কলেজ নিয়ে বিধায়ক সুজাম উদ্দিনকে রাজনীতি না করতে চরম হুসিয়ারি দিয়েছেন রাইজর দলের জহির উদ্দিন লস্কর।