সুস্মিতা দাস, গণআওয়াজ : কলকাতার মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে চলছে উত্তাল প্রতিবাদ।
এবার এই ন্যাক্কারজনক কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন নেমেছেন।
বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে এসএমসির চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন।
এদিন বিভিন্ন স্লোগানে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তাঁরা।
ক্ষুব্ধ চিকিৎসকরা জানান, দিন-রাত সেবা করে জনগণের প্রাণ বাঁচালেও, বর্তমানে তাঁদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
সামান্য ও ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেন তাঁরা।
কলকাতার আর্জিকর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে নির্মমতার সঙ্গে যেভাবে হত্যা করা হয়েছে তার সুবিচার চেয়ে দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা।
দেশজুড়ে এধরনের অনেক ঘটনা প্রকাশ্যে আসার পরও কোন স্থায়ী সমাধান হচ্ছে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর এবং পর্যপ্ত পরিমান সুরক্ষা কর্মী মোতায়েনের দাবি জানান চিকিৎসকরা।