বন্যাদুর্গতদের নামে বরাদ্ধ ত্রান লুটেপুটে খাচ্ছে মধ্যভোগিরা! ব্যবস্থা নেওয়ার দাবী

Spread the love

আব্দুর রহমান, নিলামবাজার : কেউটকোনা জিপির বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও ঔষধ বিতরণ জনতার আওয়াজ এনজিওর।

দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার সার্কেলের আওতাদিন কেউটকোনা জিপির বন্যা পরিস্তিতি এখনো ভয়াবহ।

প্রায় এক সপ্তাহ ধরে এই জিপির সিংহবাগ গ্রাম সম্পুর্ন বন্যার কবলে। বন্যার জলে অনেকের ঘরবাড়ি, ফিসারি, ক্ষেতের জমি ডুবে গেছে।

কিছু সংখ্যক মানুষ শিবিরে আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই মাচাং বেঁধে বাড়িতেই বসবাস রয়েছে।

এ অবস্থায় আজ কেউটকোনা জিপির বন্যা কবলিত থামুয়া আলমখানী, নওয়াবাড়ী, মিরাদিগিরপার, খাদিম বাড়ী, তিন ঘরী, লামাফাড়া, ভঘিরখলা বন্যা পিড়িত এলাকা পরিদর্শন করে ব্যক্তিগতভাবে ত্রাণ ও ঔষধ বিতরণ করেছেন জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া।

তিনি বন্যাগ্রস্তদের চিকিৎসার জন্য কয়েকজন চিকিৎসকের ব্যবস্তা করে দেওয়ার আশ্বাস দেন। প্রায় লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী ও জরের ঔষধ বিতরণ করেন তিনি।

মানই মিয়া  সংবাদমাদ্যকে বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা কিছুই পাচ্ছেন না।

দুষ্ট চক্ররা বন্যাদুর্গতদের নামে বরাদ্ধ সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার জন্য করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token