রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও সৌর বিদ্যুৎ প্রকল্প, জিডিপিসিএফ সভাপতির কৃতজ্ঞতা

Spread the love

দুল্লভছড়া, ১৮ মার্চ : রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও সৌর বিদ্যুৎ প্রকল্পের বৃহৎ দুটি প্রকল্প মঞ্জুর করায় আসামের মুখ্যমন্ত্রী এবং রাতাবাড়ির বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পাল l  

গত ১৬ই মার্চ রাজ্য বিধানসভায় বাজেট প্রতিবেদন পেশ করার সময় রাজ্যের বিত্ত মন্ত্রী অজন্তা নেওগ আতাব বাড়িতে চিকিৎসা মহাবিদ্যালয় ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল শনবিলে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আর্থিক নিশ্চয়তা প্রদান করেন l

এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিত্ত মন্ত্রী অজন্তা নেওগ এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অংশুমান এবারের বাজেটকে বরাক উপত্যকার জন্য বৈপ্লবিক বাজেট বলেও অবিহিত করেছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token