সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : মঙ্গলবার করিমগঞ্জ জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস।
তিনি রামকৃষ্ণনগরের দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম পরিদর্শনের পর চলে যান পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকে।
সেখানেও বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন। বিকেলে করিমগঞ্জে পৌঁছুলে জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত দলীয় মত বিনিময় সভায় বেশ কিছু পরামর্শ দেন মন্ত্রী রঞ্জিত দাস।
এরপর রাত সাড়ে সাতটায় জেলা শাসকের কনফারেন্স হলে বিভাগীয় আধিকারিকদের নিয়ে এক রিভিউ মিটিং সারেন।
এই বৈঠকে দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অনেকেই ছিলেন।
বৈঠক শেষে তিনি বলেন, জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভালো কাজ হচ্ছে।
আগামীতে আরো তিন কোটি প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর করবে কেন্দ্র এবং এর মধ্যে অসম পাবে তিন চার লাখ গৃহ। যাদের বায়োমেট্রিক না হওয়ার জন্য রেশন দেওয়া হচ্ছেনা, তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করার কথাও বললেন তিনি ।