আইজল, ১৯ মার্চ : আসাম রাইফেলস এবং রাজ্য আবগারি ও মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তারা শনিবার আইজলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪৩গ্রাম হেরোইন জব্দ করেছে।
আসাম রাইফেলসের এক আধিকারিক জানিয়েছেন ৩৫টি সাবান বাক্সে ২.২ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য লুকানো হয়েছে।
হেরোইন রাখার অভিযোগে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
জব্দকৃত হেরোইন ও অভিযুক্তদের আবগারি ও মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে ১৫ মার্চ, ২৩ সেক্টর আসাম রাইফেলসের সের্চিপ ব্যাটালিয়ন মিজোরামের চম্পাই জেলার জোখাওথার এলাকা থেকে ৯০ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশী-সিগারেটের জব্দ করে।
আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগ চাম্পাই-এর একটি সম্মিলিত দল এই অভিযান চালায়। জব্দকৃত চালানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শুল্ক দফতর চাম্পাই-কে হস্তান্তর করা হয়।