করিমগঞ্জের মেধাবী আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো শিলচরের সামাজিক সংগঠন ‘হৃদয়’

Spread the love

বিতরণ করলো স্কুল ব্যাগ, খাতা, কলম সহ শিক্ষণ সামগ্রী

জুলি দাস

করিমগঞ্জ, ২১ মার্চ : মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের মধ্যে করিমগঞ্জে স্কুল ব্যাগ, খাতা, কলম সহ শিক্ষণ সামগ্রী বিতরণ করেছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়’।

করিমগঞ্জের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠানে সামগ্রীগুলি তুলে দেওয়া হয়।

আগামীতেও এরকমের সমাজ সেবামূলক কাজ চালিয়ে যাওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে সন্তোষ দেবনাথ জানিয়েছেন।

   স্বাগত বক্তব্যে ‘হৃদয়’-এর কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য বলেছেন, সম্প্রতি শিলচরে প্রলয়ঙ্করি বন্যায় হাহাকার অবস্থা দেখা দিয়েছিল।

সে সময় অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। সংস্থা-সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেন। করিমগঞ্জ থেকে গিয়েও বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করে অনেক সংগঠন।

দিনরাত পরিশ্রম করা হয়েছে প্রলয়ঙ্করী বন্যার সময়। ইতিপূর্বে অনেক সমাজ সেবামূলক কাজ করেছে হৃদয়।

করিমগঞ্জে মেধাবী অর্থাৎ আর্থিকভাবে যেসব ছাত্রছাত্রী পিছিয়ে রয়েছে তাদের একাংশকে শিক্ষণ সামগ্রী এবং সাজেশন বুক তুলে দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও এমন কাজের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

   সভাপতির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা তথা কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক আধিকারিক কল্যাণকুমার চক্রবর্তী বলেছেন, হৃদয় এনজিও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

রক্তদানের মাধ্যমে সংস্থার সদস্যরা মানুষের শিরায় শিরায় বইছেন। কাছাড় ক্যান্সার হাসপাতালের সঙ্গে ‘হৃদয়’-এর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।

অসহায় রোগীদের প্রয়োজনে আর্থিক সাহায্যে এগিয়ে আসা ছাড়াও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংস্থার প্রত্যেক সদস্য।

   প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।

মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড০ বিশ্বতোষ চৌধুরী, ডাঃ মোস্তাফা আহমেদ, ডাঃ শেউলি কলিতা, ডাঃ পৌলম চন্দ, নিলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যা পূরবী দে।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রেডক্রসের সাধারণ সম্পাদক নিখিলরঞ্জন দাস, রবীন্দ্রসদন মহিলা কলেজের অধ্যাপিকা তনুশ্রী ঘোষ, ড০ শুভ্রপ্রকাশ, প্রেসক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, সাংবাদিক জুলি দাস।

   এদিন দশম শ্রেণীতে পাঠরত মেধাবী, আর্থিকভাবে পিছিয়ে থাকা ১০ জন ছাত্র-ছাত্রীকে সাজেশন বুক এবং ব্যাগ সহ অন্যান্য শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও সমাজকর্মী সুজন দেবরায়, অরিন্দম রায় সহ রেডক্রস সোসাইটি, প্রয়াস, বরাক রক্তদান ফাউন্ডেশন, সর্বধর্ম সমন্বয় সভা, সাদারাশি ডেভেলপমেন্ট কমিটি, চরৈবেতি এনজিও, এইচডিএফসি ব্যাংককে সংবর্ধনা জানানো হয়।

‘হৃদয়’ এনজিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-সভাপতি সন্তোষ দেবনাথ, সম্পাদক কৃষ্ণ কংশবনিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, ঝুনু দাস, মনোজ দেব, সম্রাট দাস, সুমন দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজিতা আচার্য।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token