বেহাল রাস্তা! নতুন প্রকল্পের স্বপ্ন দেখিয়ে বছরের পর বছর টালবাহানা

Spread the love

এবার মেরামতির দাবিতে ভুক্তভোগী জনতাকে সঙ্গে নিয়ে ধর্নায় সমাজকর্মী মুন্নী!

করিমগঞ্জ, ২১ মার্চ : দীর্ঘ দিন থেকে বেহাল রাস্তাঘাট নিয়ে চরম দুর্ভোগে বরাকবাসী!

অল্প বৃষ্টিতেই ভাঙ্গা এবং কাঁচা রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়। স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিস আদালতের কর্মী সহ সাধারণ মানুষের কাজ কর্ম লাটে উঠে!

এমন কি বেহাল রাস্তার কবলে পড়ে বরাবরই অনেক যানবাহনও দুর্ঘটনার পড়তে দেখা যায়!!

কিন্তু বছরের পর বছর ধরে এই সব ভাঙ্গা রাস্তার নামে ভারত মালা, মহা সড়ক, অটল বিহারী বাজপি সড়ক যোযনা, প্রধান মন্ত্রী সড়ক যোযনা এরকম নানান প্রকল্প পাশ হতে শুনা যায়!

যদিও দীর্ঘ থেকে কোনো এক অজ্ঞাত কারণে এসব কাজে আর কাউকে হাত দিতে দেখা যাচ্ছে না!

তাই এবার বদরপুরের বেহাল রাস্তার করুন দশা এবং জনসাধারণকে চরম দুর্দশা থেকে মুক্ত করতে সমাজ কর্মী মুন্নী ছেত্রী বাধ্য হয়ে ভাঙ্গা রাস্তার কাঁদায় নেমে বেহাল রাস্তা মেরামতির দাবী নিয়ে ধর্ণায় বসেন।

মুন্নী ছেত্রী ক্ষোভ ব্যক্ত করে বলেন সরকার তো দুহাত ভরে উন্নয়নের জন্য টাকা পাশ করে দিচ্ছে!

কিন্তু এগুলোকে সঠিক ভাবে জনতার উন্নয়নে ব্যয় করা হচ্ছে না কেন? তাই তিনি হাজার হাজার জনতাকে সংগে নিয়ে নতুন প্রকল্পের বদলে এদিন অসমের মুখ্যমন্ত্রীর কাছে বরাকের বেহাল রাস্তাগুলোর মেরামতি করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবী নিয়ে ধর্ণায় বসেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token