হাইলাকান্দি, ২৩মার্চ : প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে হাইলাকান্দি জেলার ৪ লক্ষ ৮৩ হাজার ৫২৬ জনকে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া হবে।
এই কার্ড থাকলে বছরে পরিবারের সবার জন্য পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
হাইলাকান্দি জেলায় এই কার্ড করার জন্য বর্তমানে অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগের অধীন আশা কর্মীরা এই কার্ড তৈরি করে দিচ্ছে।
জেলার খাদ্য সুরক্ষা কার্ড থাকা ব্যক্তিদেরকে তাদের সংশ্লিষ্ট আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।
এই কার্ড তৈরির জন্য রেশন কার্ড আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনটি নিয়ে সংশ্লিষ্ট আশা কর্মীর সঙ্গে অথবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আশা কর্মীরা এই কার্ডটি তৈরীর জন্য রেশন কার্ড আধার কার্ড এবং সংশ্লিষ্ট মোবাইল ফোন দিয়ে এই কার্ডের জন্য ইকেওয়াইসি জেনারেট করে দেবেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।