সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৬ মার্চ : দাবীদাবা ছাড়াই পিছিয়ে পড়া রাতাবাড়ি সমষ্টিতে একই দিনে চারটি রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় উল্লাস চেপে রাখতে পারলেন না সমষ্টির জনসাধারণ।
রাস্তায় নেমে আতসবাজি ফাঁটিয়ে রাতাবাড়ী সমষ্টির বিধায়ক বিজয় মালাকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে জিন্দাবাদ ধ্বনিতে জনসাধারণকে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে।
চা শ্রমিক পরিবারের পড়ূয়াদের শিক্ষা সহ যোগাযোগের সুবিধার্থে বতর্মান সরকার সচেষ্ট ভূমিকা পালনের পাশাপাশি কাজের দুর্নীতি ক্ষেত্রে নজর দারী অব্যাহত রয়েছে।
পূর্বতন কংগ্রেস সরকার রাতাবাড়িকে সোনার রাতাবাড়ি গড়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ বছর ক্ষমতা দখলে রাখলেও প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগ উঠতে শোনা গেছে।
গত ২৫ মার্চ রাতাবাড়ি বিধান সভার দুল্লভছড়া উন্নয়ন খন্ডের অধীনে প্রায় চার কোটি টাকার চারটি রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার।
মূখ্যমন্ত্রী পথ পকিকরন নির্মান আচনির অধীনে দূল্লভছড়া জিপির দামছড়া পিএমজিএসওয়াই রোড, লালছড়া জিপির আমটিলায় পিএমএস ওয়াই রোড, গম্ভীরা টি ও দরগারবন্দ জিপির সিআর রোড পশ্চিম সিংলায় রাস্তার কাজের শিলান্যাস করা হয়।
তাছাড়া দুল্লভছড়া সিভিপি হাইয়ার সেকেন্ডরী স্কুলের বিপরীতে থাকা রাস্তাটিকে মোকামছড়া-কৈয়া রামচন্ডী বাগান হয়ে পাশ্ববর্তী হাইলাকান্দি জেলার লালা বাজারের সঙ্গে সংযোগ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিটি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের কার্য্যকর্তা সহ বরাত প্রাপ্ত টিকাদার ও বিভাগীয় আধিকারিক সহ পঞ্চায়েত প্রতিনিধিরা।