ব্যুরো রিপোর্ট, হাইলাকান্দি : পঞ্চায়েতের কার্যকাল বৃদ্ধি করার দাবিতে রাজ্যের পাঁচজন কেবিনেট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র দিল অল আসাম পিআরআই এসোসিয়েশন।
তারা জানিয়েছে, কোবিড মহামারী এবং কা আন্দোলনে প্রায় আড়াই থেকে তিন বছর পঞ্চায়েতের সব ধরনের কাজকর্ম স্তব্দ ছিল।
এতে সমগ্র রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় পর্যাপ্ত উন্নয়ন মূলক কাজ করতে পারেননি।
এখনও অনেক উন্নয়ন মূলক কাজ বাকি রয়েছে, কিন্তু পঞ্চায়েতরাজের কার্যকাল শেষ হতে চলেছে।
তাই আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তাদের কার্যকাল বৃদ্ধির দাবি জানান।
স্মারকপত্রে তারা বলেছেন, এই বর্ধিত সময়কালে পঞ্চায়েত প্রতিনিধিরা কোন ধরনের পারিতোষিক নেবে না।
গত ৬ জানুয়ারি গুয়াহাটির এক অভিজাত হোটেলে এসোসিয়েশনের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে পঞ্চায়েতের কার্যকাল বৃদ্ধি দাবিতে রাজ্যের মূখ্যমন্ত্রী এবং পাঁচ কেবিনেট মন্ত্রী সহ বিরোধী দলপতির কাছে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী তারা পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ পাঁচ ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দিয়েছেন বলে জানিয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ফারহান খানম চৌধুরীর প্রতিনিধি মাসুক আহমদ বড়ভূইয়া।