রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ! প্রতিবাদে হাইলাকান্দিতে কংগ্রেসের সংকল্প সত‍্যাগ্ৰহ!  

Spread the love

মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি, ২৭ মার্চ : মোদি পদবি নিয়ে বিতর্কের জেরে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত এবং তাঁর সাংসদ পদ খারিজ করা নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় বৈছে।

কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন কংগ্রেস কর্মীরা।

কোথাও ট্রেন অবরোধ তো কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাহুল-অনুগামী কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে গোটা দেশজুড়েই বিক্ষোভ চলছে।

রবিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস তাদের কংগ্রেস ভবনের সম্মুখে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে সংকল্প সত‍্যাগ্ৰহ কর্মসূচি পালন করেছে।

এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।

হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা তাদের নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর  বলেন, গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সমগ্ৰ ভারতে বিরোধীরা এক হয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে।

সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি জেলা কংগ্রেসও আন্দোলনে নেমেছে।

তিনি আরও বলেন রাহুল গান্ধী বিজেপি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

বিজেপি সরকার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভয় পেয়ে ষড়যন্ত্র মূলক ২৪ শের লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ থেকে বহিষ্কার করেছে।

তিনি যাতে ২৪-এর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। তবে কোন অবস্থায় এবিষয়ে আপোষ করা হবে না।

এই আন্দোলন দীর্ঘ মেয়াদী চলবে, হয় কংগ্রেস থাকবে না হয় বিজেপি থাকবে।

এদিনের সংকল্প সত‍্যাগ্ৰহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, আইনজীবী রুকন উদ্দিন লস্কর, এপিসিসির সদস্য মহরম আলী মজুমদার, হীরালাল দত্ত পুরকায়স্থ, মুকুল মণ্ডল, সম্পাদক প্রীতম দাশ, আব্বাস উদ্দিন লস্কর, সেবাদলের চেয়ারম্যান বাহারুল ইসলাম লস্কর, যুব কংগ্রেস সভাপতি শহিদুল আলম বড়ভূইয়া, কাটলিছড়া ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্ছু পাল, সোসিয়াল মিডিয়া ও আইটি সেলের উপসভাপতি মোস্তাফা আহমেদ বড়ভূইয়া ও এনএসইউআইর সভাপতি আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “সমস্ত চোরেদের নামেই কেন মোদী রয়েছে ? সে নীরব মোদীই হোক, বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী?”

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে হওয়া মামলায় বৃহস্পতিবার গুজরাটের সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে এবং দু-বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও বর্তমানে জামিনে মুক্ত রাহুল। তবে দোষী সাব্যস্ত হওয়ায় এদিন লোকসভায় তাঁর সাংসদ পদ খারিজ করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token