শিলচর-করিমগঞ্জ-হাইলাকান্দি সহ রাজ্যের ১০২টি শহরের জন্য মাস্টারপ্ল্যান পর্যালোচনা মন্ত্রী সিংহলের

Spread the love

গুয়াহাটি, ১ নভেম্বর : শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ রাজ্যের ১০২টি শহরের বিজ্ঞানসম্মত মাস্টরপ্ল্যান প্রস্তুতির জন্য গৃহনির্মাণ ও নগর পরিক্রমা বিভাগ এক বৃহৎ অভিযান হাতে নিয়েছে।

গৃহনির্মাণ ও নগর পরিক্রমা তথা জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল মঙ্গলবার জনতা ভবনে তাঁর কার্যালয়ের সভাকক্ষে নগর ও গ্রাম পরিকল্পনা বিভাগের মাস্টারপ্ল্যান প্রকল্পের পর্যালোচনা করা সহ গুয়াহাটি পৌর নিগম ও জল সেচ বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে একথা জানান।

নগর ও গ্রাম পরিকল্পনা সঞ্চালকালয়ের সঙ্গে বৈঠকে তিনি রাজ্যের পৌর নিগম এলাকাগুলির জন্য বিভাগটির প্রস্তুত করা মাস্টারপ্ল্যানের কাজকর্মের পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন।

শহরগুলির মাস্টারপ্ল্যান প্রস্তুতির ক্ষেত্রে বিভাগটির প্রদর্শন করা তৎপরতার জন্য দায়িত্বে নিয়োজিত আধিকারিকদের এখনও খসড়ার পর্যায়ে থাকা মাস্টারপ্ল্যানগুলি চূড়ান্ত করার পূর্বে স্থানীয় পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে লাভ করা গুরুত্বপূর্ণ মতামতগুলি বিবেচনা করারও তিনি পরামর্শ দেন।

উল্লেখ্য, মন্ত্রী সিংহলের বিশেষ তৎপরতায় রাজ্যের ১০২ টি শহরের পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত বিকাশের জন্য পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রস্তুত করার জন্য নগর ও গ্রাম পরিকল্পনা বিভাগ এক অভিযান হাতে নিয়েছে।

এর অংশ হিসেবে ইতিমধ্যে শিলচর, করিমগঞ্জ সহ রাজ্যের ২৯টি পৌর এলাকার মাস্টারপ্ল্যানে উপদেষ্টা পরিষদ অনুমোদন জানিয়েছে। পরম্পরাগত পদ্ধতির পরিবর্তে বিভাগটির প্রস্তুত করা এই মাস্টারপ্ল্যানগুলিতে ভৌগোলিক তথ্য পদ্ধতি জিআইএসের মতো সাম্প্রতিক উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token