বদরপুর, ৩০ মার্চ : আসামের করিমগাঞ্জ জেলার বদরপুর থানার অফিসার ইনচার্জ চন্দন গোস্বামীকে গতকালের গুলিকাণ্ডের ঘটনায় আজ ক্লোজ করা হয়েছে।
রুহুল আমিন নামে চিহ্নিত এক অপরাধীকে ধরতে অভিযানের সময় বদরপুর পুলিশ তাকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে।
রুহুল আমিনের বিরুদ্ধে বদরপুর পুলিশে বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ধরতে গিয়েছিল। কিন্তু রুহুল সংঘর্ষে জড়িয়ে পরে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি করতে বাধ্য করে। ঘটনাটি সংঘটিত হয়েছিল তারাবির নামাজের পর।
এরপরে স্থানীয় বিক্ষুব্ধরা বদরপুর থানায় হামলা চালায়, এতে উত্তেজনা বাড়ে। একসময় বিক্ষুব্ধরা আসাম-ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করারও চেষ্টা চালায়।
পরিস্থিতি সামাল দিতে শেষ চেষ্টা হিসেবে পুলিশকে এক রাউন্ড গুলি চালাতে হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশের অতিরিক্ত প্রশাসক (এএসপি) পার্থ প্রতিম দাস। সেই সময় বিক্ষুব্ধ এলাকাবাসী এএসপিকে বদরপুর থানার ওসিকে ক্লোজ করার দাবি জানান।
এরপর করিমগঞ্জ পুলিশ সুপার (এসপি) বদরপুর সদর পুলিশের ওসি চন্দন গোস্বামীকে ক্লোজ করার নির্দেশ দেন।