আসামে এক এপ্রিল থেকে বৃদ্ধি পেল বিদ্যুতের ফিক্সড চার্জ

Spread the love

কিলোওয়াট-কেভিতে আগের চেয়ে আর কত টাকা বেশি দিতে হবে?

গুয়াহাটি, ১ এপ্রিল : আসামে আজ থেকে বিদ্যুতের ফিক্সড চার্জ বৃদ্ধি কার্যকর হচ্ছে ৷

১ এপ্রিল থেকে প্রতিটি বিদ্যুৎ গ্রাহককে মাসে নির্দিষ্ট চার্জ হিসাবে কিলোওয়াট-কেভিতে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে।

আগে বিদ্যুতের গ্রাহকরা কিলোওয়াট/কেভি-তে প্রায় ১২০ টাকা ফিক্সড চার্জ দিতেন, এখন থেকে প্রতি কিলোওয়াট/কেভিতে অতিরিক্ত ৪০ করে চার্জ দিতে হবে।

আসাম ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (AERC) সম্প্রতি এপ্রিল থেকে কার্যকরী APGCL, AEGCL এবং APDCL এর বিদ্যুতের শুল্ক সংশোধন করেছে।

কমিশন রাজস্ব বাড়ানোর জন্য আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির একটি প্রস্তাবের ভিত্তিতে বৃদ্ধি অনুমোদন করেছে।

APDCL তার আবেদনে প্রতি মাসে ১৫ টাকা থেকে ৭৫ টাকা কিলোওয়াট/কেভিতে ফিক্সড চার্জ বাড়ানোর প্রস্তাব করেছিল।

কোম্পানি বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য বর্তমানে প্রযোজ্য এফপিপিপিএ চার্জ সহ শক্তির চার্জ প্রতি ইউনিট ১ টাকা থেকে ৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল৷

কিন্তু নিয়ন্ত্রক কমিশন দর বাড়ানোর আবেদনকারীর প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিবর্তে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ এর জন্য ১.২ শতাংশ হারে হ্রাস অনুমোদন করেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token