করিমগঞ্জ, ১ এপ্রিল : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত করিমগঞ্জ জেলার চরাকুড়ি এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে আটক করে স্থানীয় জনতা সমঝে দিলেন বিএসএফকে।
সন্দেহ জনক ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষের সন্দেহ হলে তারা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ জানতে পারেন ওই মহিলা বাংলাদেশী।
পরে তারা তাঁকে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ)-এর হাতে সমঝে দেন।
বিএসএফ অনুপ্রবেশকারী মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার নাম রুমানা বেগম। বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে।
সন্দেহ করা হচ্ছে রুমানা বেগম মানসিক ভারসাম্যহীন। তদন্তের জন্য বিএসএফ বাংলাদেশি ওই মহিলাকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে। এদিকে ভারতে বাংলাদেশি মহিলার অবৈধ প্রবেশে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।