শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর ৩ এপ্রিল : ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের উদ্যোগে সোমবার রামকৃষ্ণ নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অগ্নি সুরক্ষা নিয়ে একটি মকড্রিল অনুষ্ঠিত হয়।
এদিন স্বাস্থ্যকেন্দ্রে অগ্নিনির্বাপক যন্ত্র কি কি রয়েছে সেটিও খতিয়ে দেখেন রামকৃষ্ণ নগর দমকল বাহিনীর কর্মীরা।
এই মকড্রিলের উদ্বোধন করেন রামকৃষ্ণ নগর দমকল বাহিনীর মানস প্রতীম বরা। ফায়ার সার্ভিস সজাগতা সভায় রামকৃষ্ণ নগর দমকল বাহিনীর কর্মীরা আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রন করা যায় তা হাতে কলমে বুঝিয়ে দেন উপস্থিত রামকৃষ্ণ নগর সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মী সহ জনগনকে।
রামকৃষ্ণ নগর সরকারি হাসপাতালে কাল্পনিক অগ্নিকাণ্ডের মধ্যে দমকল বাহিনীর কর্মীরা তৎকালীন তৎপরতা অনুশীলন করে দেখিয়ে দেন।
তিন ধরনের ফায়ার এক্সটিনগিউসার কোনটি, কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, বিল্ডিং এর উপরে আগুন ধরলে কিভাবে মানুষকে উদ্ধার করতে হয় তা দেখিয়ে দিয়েছেন।
আশা কর্মীদের হাতে ফায়ার এক্সটিনগিউসার তুলে দিয়ে এটি দিয়ে কিভাবে আগুন নেভাতে হয় তাও শিখিয়ে দিয়েছেন।
কিন্তু রামকৃষ্ণ নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিনির্বাপক যন্ত্র সহ এধরনের তেমন কিছুরই ভালো সুবিধা নয়। এর ফলে দমকল বাহিনীর পক্ষ থেকে সেগুলোর ব্যাবস্থা শীগ্রই করে নেওয়ার পরামর্শ দেন।
উপস্থিত সবাই খুব ভাল করে বোঝেন ও তারাও এই প্রদর্শনে সামিল হতে উৎসাহ দেখান।
দমকল বাহিনীর এধরনের সচেতনতা শিবির আয়োজনের জন্য ধন্যবাদ জানান রামকৃষ্ণ নগর সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মী সহ জনগনরা। এদিন এই শিবিরের উপস্থিত ছিলেন হাবিলদার মনু সিনহা,অঞ্জন মালাকার, ফায়ার ম্যান মানস প্রতিম বরা, বিদ্যাধর বরা এবং কৌশিক কুমার দাস।